Sunday, 1 April 2012

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে!-2

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, গত পর্বে আমরা জুমলা কি? ও কি কাজে ব্যবহার হয় তা নিয়ে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় দুটি টুলস ডাউনলোড সম্পন্ন করেছি। এ পর্বে আমরা xampp ইন্সটলেশন এবঙ তাতে joomla প্রোজেক্ট স্থাপন নিয়ে আলোচনা করব।
তাহলে প্রথমে আপনি xampp সফটওয়ার টি অন্য সকল সফটওয়ার এর মত c ড্রাইভে ইন্সটল করুন (কোন কমান্ড দিবেন না শুধু next and finish) তাহলে দেখবেন দেখবেন আপনার ডেস্কটপে একটি আইকন তৈরী হবে। এই আইকনে ডাবল ক্লিক করুন তাহলে এরকম একটি স্ক্রীন আসবে

এখানে apache ও mysql চালু না থাকলে start এ ক্লিক করে চালু করে মিনিমাইজ করে দিন আর যদি চালু থাকে তাহলে তাহলে কিছু করার দরকার নাই শুধু মিনি মাইজ করুন।
এখন আপনি আপনার মাই কম্পিউটার হতে c ড্রাইভে প্রবেশ করুন এবং xampp এর মধ্যে যান এখানে দেখবেন htdocs নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে প্রবেশ করুন। এবং সেখানে pchelpline নামে একটা ফোল্ডার তৈরী করুন এবং ক্লোজ করুন। এরপর আপনি যেখানে joomla ডাউনলোড করে রেখেছেন সেখানে যান দেখবেন এটি একটি জিপ ফাইল এবং তাকে এক্সট্রাক্ট করুন এক্সট্রাক্ট করার সময় পাথ হিসেবে pchelpline ফোল্ডার টি দেখিয়ে দিন, এক কথায় joomla কে pchelpline ফোল্ডারে এক্সট্রাক্ট করুন। এই পর্যায়ে আমাদের কে একটি ডেটাবেজ তৈরী করতে হবে তার জন্য আপনি যে কোন একটি ব্রাউজার খুলুন এবং এড্রেস বারে লিখুন localhost/phpmyadmin এবং এন্টার চাপুন তাহলে একটি উইন্ডো আসবে সেখানে নিচের চিত্রের মত pchelpline লিখে create বাটনে ক্লিক করুন (আর কোন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই) তাহলে আপনার ডেটাবেজ তৈরী সফল হল

এবার উইন্ডো কে ক্লোজ করে আবার ব্রাউজার টি খুলুন এবং এড্রেস বার এ লিখুন localhost/pchelpline এবং এন্টার চাপুন তাহলে এরকম একটি চিত্র পাবেন

এখানে আপনাকে কিছু করতে হবে না শুধু next চাপুন।
এর পর এরকম একটি চিত্র দেখবেন।

এখানেও কিছু করতে হবেনা শুধু next চাপুন।
এবার এ রকম একটি চিত্র দেখবেন

সেখানেও কিছু করতে হবে না শুধু next চাপুন।
এবার এ রকম একটি চিত্র দেখবেন

এখানে database Type এর স্থানে mysql সিলেক্ট করুন এবং host name এর স্থানে লিখুন localhost, user name এর স্থানে লিখুন root, password এর স্থানে কিছু লেখার দরকার নাই, database name এর স্থানে লিখুন pchelpline, next চাপুন। তাহলে নিচের মত একটি চিত্র দেখবেন

এখানে কিছু করার দরকার নাই শুধু next চাপুন। তা হলে একটি চিত্র দেখবেন এখানে site name এর জায়গায় লিখুন pchelpline, your email এর জায়গায় যে কোন একটি দিয়ে দিন। admin password এবং confirm admin password এর জায়গায় 123456 লিখে তার নিচে বরাবর install sample data বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে sample data installed successfully দেখাবে এবার next চাপুন। কিছুক্ষণ এর মধ্যে Finish উইন্ডো আসবে। ব্যাস এখানেই sample data ইন্সটল শেষ হল। এখন ব্রাউজার টি ক্লোজ করুন ও আপনি যে pchelpline নামে একটা ফোল্ডার তৈরী করেছিলেন সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করুন। সেখানে দেখুন অনেক গুলা ফোল্ডার আছে সেখান থেকে installation নামের ফোল্ডার টি ডিলেট করে দিন। ও উইন্ডো ক্লোজ করে বেরিয়ে আসুন। এখন আপনার ব্রাউজারটি আবার ওপেন করে এড্রেস বারে লিখুন localhost/pchelpline এবং এন্টার চাপুন ব্যাস আপনার জুমলা সাইট প্রস্তুত

এখন শুধু আপনাকে এই সাইটের বিভিন্ন জায়গায় আপনার নিজস্ব তথ্য যোগ করতে হবে।
আর এগুলো কি ভাবে করতে হবে তা পরের পোষ্ট গুলোতে আলোচনা করার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।
পি ডি এফ এখানে
http://www.ziddu.com/download/18519910/joomla-2.pdf.html

No comments:

Post a Comment