Sunday, 1 April 2012

SCHOOL OF HTML : SECOND CLASS (HTML স্কুল)

স্বাগতম!
আজ আবার শুরু করতে যাচ্ছি এইচটিএমএল নিয়ে দ্বিতীয় ক্লাস ।প্রথম ক্লাসটা দেখেনিন ।

প্রথম ক্লাসের পর অনেক দিন পার হয়ে গেল তাইনা !
মাফ করবেন আর ইনশাআল্লাহ regular ক্লাস নিব তবে একটু একটু করে।

HTML কি করে শুরু করবেন ?

এখানে জানা রআখা ভাল যে আমরা HTML কিছু EDITOR SOFTWARE এর মাধ্যমে edit করতে পারি যেমন dreamweaver এবং visual studio
কিন্তু আমরা এই সফটওয়্যার ব্যবহার না করেই note pad ব্যবহার করে html edit করব ।
শুরু করার আগে আমরা যেনে নাই যে।

.HTML বা .HTM ফাইল extension কি ?


আমরা যখন ফাইল edit করে সেইভ করব তখন যেকুন নাম লিখে এতাকে .html বা .htm
যে কোন extension দিয়ে save করতে পারি।এতে সমস্যা নাই।(আপনি যদি আপনার PC তে কোন ফাইল এর শেষে কোন extension না দেখেন তবে আপনি আপনার PC এর my computer >tools>folder option >view>”Hide extension for known file types” এর টিক mark তুলে দিবেন।
আজ শিখাব কি করে লিংক তৈরি করবেন ।

HTML link

উদাহরন লক্ষ করুন:
<a href=”http://www.w3schools.com”>This is a link</a>
link তৈরির জন্য যে tag ব্যবহার করবেন তা হোল <a>
এই উদাহরনে <a এই tag কে আরও specific করছে href এই attribute (attribute সম্পর্কে আমি পরের অন্য ক্লাসে বলব)
এখানে this is a link এই কথা টা কিন্তু clickable হয়ে থাকবে।
চেষ্টা করে দেখেন নোট প্যাড খুলে একবার করে দেখেন।
ভাল লাগবেই।
কমেন্ট করতে ভুলবেন না।

No comments:

Post a Comment