Sunday, 1 April 2012

Joomla দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে।-1

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু । আশাকরি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও একপ্রকার আছি আর কি।
প্রযুক্তির এই চরম উৎকর্ষতায় প্রযুক্তি বিষয়ক নির্ভীক অগ্রপথিক পিসি হেল্পলাইনের হাত ধরে হাটতে হাটতে কখন যে মনের আকাশে উজ্জ্বল সন্ধা তারার মত উকি দিয়ে উঠল একটি দুঃস্বপ্ন তা নিজেও জানি না, সেই দুঃস্বপ্নের নাম নিজের একটি ওয়েব সাইট। আর এই দুঃস্বপ্ন শুধু আমার একার নয়, আমার মত লাখ লাখ মানুষের দুঃস্বপ্ন এটি। একে আমি দুঃস্বপ্ন বললাম কেন? বললাম এই কারণে যে, আমরা চাই আমাদের নিজের একটি ওয়েব সাইট থাক কিন্তু একটি একটি পরিপূর্ণ ডায়নামিক ওয়েব সাইট তৈরী করতে যে সমস্ত কোডিং/স্ক্রিপ্টিং জানতে হয় আমরা অনেকেই তা জানি না। আবার কোন প্রফেশনাল ডেভেলপার কে দিয়ে করাতে গেলে গুনতে হয় অনেক টাকা যা আমার মত শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব নয় অর্থাৎ সাধ আছে সাধ্য নাই। তাই এটি দুঃস্বপ্ন বৈ আর কি? আপনি কি বলবেন? অত্যাধুনিক এই যুগে আমাদের ছোট হৃদয়ের বড় স্বপ্নগুলো গহীন অন্ধকারে হারিয়ে যাবে? না যাবে না আর এ জন্যই হাজার হাজার প্রফেশনাল ওয়েব ডেভেলপার আমাদের জন্য তৈরী করল একটি বিস্ময়কর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার নাম “জুমলা“

হ্যা জুমলা দিয়ে আপনি খুব কম সময়ে অল্প পরিশ্রমে তৈরী করতে পারবেন মনের মত একটি ওয়েব সাইট। যদিও আপনি html, css, php, xhtml, xml, mySQL ইত্যাদির নামও শোনেন নি। তবে যদি এগুলো জানতেন তাহলে যত ভালো ভাবে বুঝতেন না জানলে তত ভালো বুঝবেন না। আমি জানি পোষ্ট টা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কষ্ট করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসুন মূল কথায়, জুমলা দিয়ে ওয়েব সাইট তৈরীর সময় আমাদের প্রচুর পরিমাণে পেজ/কন্টেন্ট যুক্ত, মোছা, যোগ ও বিয়োগ করতে হবে তাই এটি আমাদের ওয়েব সাইটের সার্ভারে করতে গেলে অনেক  ঝামেলা হবে। তাহলে উপায়? হ্যা উপায় তো আছেই আর তা হল আমাদের কম্পিউটারকেই একটি সার্ভার বানিয়ে নিতে হবে যাকে বলে localhost আর এই localhost এ আমাদের ওয়েব সাইট তৈরী হওয়ার পর আমরা সেটিকে মূল সার্ভারে আপলোড করব। সমস্ত প্রক্রিয়ার জন্য আমাদের দুটি জিনিষের প্রয়োজন হবে একটি হল xampp যা আপনার কম্পিউটারকে লোকাল হোস্ট তৈরী করবে ও অন্যটি হল joomla! Project
যেহেতু আমরা শিখছি তাই এমন ভার্সন ব্যবহার করব যেটা দিয়ে আমাদের শিখতে সহজ হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন-
  1. xampp-1.7.1 (http://www.mediafire.com/?xmydnnzdhqn)
  2. joomla 1.5 (http://www.joomla.org/)
joomla সম্পর্কে আমি যে পোষ্ট গুলো লিখব সেগুলো সবই ছবি সহ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লিখতে চেষ্টা করব। কারো কোন সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন ও কোন গ্রহণযোগ্য পরামর্শ থাকলেও জানাবেন। এবং আপনাদের সুবিধার্তে পোষ্ট গুলোর প্রত্যেকটির pdf থাকবে।
উপরোক্ত সফটওয়্যার গুলো ডাউনলোড করে ডেস্কটপে রাখুন, পরবতী পোষ্টে xampp ইন্সটলেশন ও joomla স্থাপন দেখানোর প্রত্যাশায় আজকের মত বিদায়, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকু

Download “pdf

No comments:

Post a Comment