Sunday, 1 April 2012

লুকিয়ে কেউ আপনার পিসি ইউজ করে পালাতে পারবে না

সবাইকে সালাম দিয়ে শুরু করলাম,আশা করি সবাই ভালো আছেন, একটা মজার জিনিস শেয়ার করবো,আজ ,অনেক মজার ,মনে করেন আপনি বাশায় নেই,অথবা আপনি একটা অফিস-এ আপনার একটা পারসোনাল কম্পিউটার আছে ,অনেক-এ চাইবে আপনার অজান্তে একটু চোরি করতে:Pতাদের জন্য এই ছোট সফটওয়্যারটি।

প্রথমে ২০০ কেবি এই পোর্টেবল সফটওয়্যার টি এই লিঙ্ক -এ ক্লিক করে ডাউনলোড করে নেন।
এটা উইন্ডোজ ৭,এক্সপি এবং ভিস্তাতে কাজ করবে :D .
এই বার ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করলে দেখতে পাবেন,আপনার পচ -এর ইতিহাস। এই সফটওয়্যার টি ৭ দিনের হিস্ট্রি ধরে রাখতে সক্ষম :D
এছারা একই নেটওয়ার্ক এর সকল পিসি কে আপনি অ্যাড করে ,ওই সব পিসি গুলোর ৭ দিনের হিস্ট্রি  দেখতে পারবেন,কে কখন কয়টা বাজে আপনার পিসি ওপেন করেছে ,সব কিছু জানতে পারবেন ,

No comments:

Post a Comment