Sunday, 1 April 2012

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট-3

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট সিরিজের প্রথম পোষ্ট এ আলোচনা করা হয়েছিল জুমলার বেসিক বিষয় নিয়ে এবং দ্বিতীয় পোষ্ট এ আলোচনা হয়েছিল xampp এবং joomla ইন্সটলেশন সম্পর্কে আশাকরি এই দুইটি পোষ্ট এ যা যা আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ ও করেছেন। দুই পর্বের শেষে আমরা জুমলার ডিফল্ট স্ক্রীন ডিসপ্লে করতে সক্ষম হয়েছি,

এবং এখানে দেখা যাচ্ছে যে পুরো ওয়েব পেজ এ জুমলা সম্পর্কিত তথ্য দেওয়া আছে এবার আমাদের কাজ হল এগুলোকে সরিয়ে আমাদের নিজস্ব তথ্য সেখানে যোগ করা চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি apache এবং mysql স্টার্ট করে নিন

এবার যে কোন একটি ব্রাউজার খুলে এড্রেস বারে লিখুন localhost/pchelpline/administrator এর পর এন্টার চাপুন তাহলে নিচের মত একটি চিত্র দেখতে পাবেন

এখানে username এর জায়গায় লিখুন admin এবং password এর জায়গায় লিখুন 123456 এবং login ক্লিক করুন। তাহলে এরকম একটি চিত্র দেখতে পাবেন

এটাই হল আপনার কন্ট্রোল প্যানেল, আপনি এখান থেকে জুমলা ওয়েব সাইটের যাবতীয় তথ্য এডিট/ডিলেট/যোগ ইত্যাদি সহ আপনার ওয়েব সাইটের জন্য যা যা লাগবে সবই করতে পারবেন। আপনারা আপনাদের বোঝার সুবিধার্তে ব্রাউজারে একটা ট্যাবে localhost/pchelpline লিখে এন্টার দিয়ে জুমলা সাইট ওপেন করে রাখুন মনে রাখবেন এটা হল 1 নং ট্যাব এবং অন্য আর একটা ট্যাবে localhost/pchelpline/administrator লিখে ইউজার নেম পাসওয়ার্ড প্রবেশ করিয়ে কন্ট্রোল প্যানেল ওপেন করে রাখুন, এটা হল 2 নং ট্যাব। 1 নং ট্যাবের এই চিত্র টা লক্ষ করুন

এটাকে বলা হয় টপ মেনু এখানে লক্ষ করে দেখুন About joomla, features, News, The community মোট চারটি মেনু আছে। এখন আমাদের প্রথম কাজ হল এখানে আমাদের নিজস্ব আরো একটি মেনু যোগ করতে হবে মনে করুন আমরা Turjo নামের একটি মেনু তৈরী করব। এ জন্য প্রথমে আপনি 2 নং ট্যাব এর Article Manager এ ক্লিক করুন।

তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন

এখান থেকে উপরের ডান দিকে new বাটনে ক্লিক করুন। তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন।

এখানে Title এ লিখুন Turjo, Alias এ লিখুন Turjo, Section এ সিলেক্ট করুন Uncatagorised, Published এ yes দিন Front page এ no দিন Category তে Uncatagorised সিলেক্ট করুন। এবং নিচেন টেক্সট ফিল্ড এ লিখুন Turjo is my best friend. We live inKhulna. এখন save বাটনে ক্লিক করুন। এবার Menus মেনু হতে Top menu সিলেক্ট করুন এখন যে উইন্ডো টি আসবে সেখানে উপরে ডান ‍দিক হতে New বাটনে ক্লিক করুন তাহলে এরকম একটি চিত্র আসবে।

এখান থেকে Article এ ক্লিক করুন। তাহলে এরকম একটি চিত্র আসবে

এখান থেকে Article Layout এ ক্লিক করুন তাহলে এরকম একটি চিত্র আসবে

এখানে Title এ লিখুন Turjo, Alias এ লিখুন Turjo, এখন ডান পাশে save এর নিচে Parameters (Basic) এর অধীনে Select Article এর select ক্লিক করুন তাহলে এরকম একটি উইন্ডো আসবে

এখান থেকে Turjo, এর উপর ক্লিক করে সেভ ক্লিক করুন। এবার 1 নং ট্যাবে এসে রিফ্রেশ করুন তাহলে দেখবেন Top menu তে Turjo নামের মেনুটি দেখা যাচ্ছে।

এখন এখানে ক্লিক করা হলে আমরা Turjo সম্পর্কে যা লিখেছিলাম সেটা দেখা যাবে।

এই ভাবে আপনি আপনার টপ মেনুতে যা যা যোগ করবেন তা যোগ করতে পারেন। পরের পর্বে আমরা এই টপ মেনুতে সেকশন ও ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় আজকের মত বিদায়, আল্লাহ হাফেজ। পি ডি এফ এখানে

No comments:

Post a Comment