Sunday, 1 April 2012

আসুন নতুন একটি ফাইল শেয়ারিং সাইটের সাথে পরিচিত হই এবং পকেটে অর্থ আনি!!

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নতুন একটি ফাইল শেয়ারিং সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবং এই সম্পর্কে কিছু আলোচনা করব।

আমরা অনেকেই বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট ব্যবহার করে থাকি যেমন-Ziddu.com, Depofilesite, AdF.ly ।ইত্যাদি। তবে এর মধ্য আমরা অনেকেই জানি Ziddu.com ও AdF.ly ফাইল শেয়ারিং এর মাধ্যমে কিছু অর্থ আয় করা যায়।এখানে প্রতি ১০০০ ভিজিটরের ভিজিট হিসাবে আপনার একাউন্টে ১ ডলার করে জমা হবে।যদি এক দিনে এই ১০০০ ভিজিটর আসে তাহলে সেইদিনে আপনার একাউন্টে ৪ ডলার করে জমা হবে। তবে এটা কেউ কখনও নিশ্চয়তা দিতে পারবে না যে, একদিনেই তার সাইটে ১০০০ ভিজিটর আসবে। অপরদিকে আপনার এই ৪ কিংবা ১ ডলার জমাতে কতদিন সময় লাগতে তা এবার একটু নিজেই চিন্তা করুন।
যাইহোক এমন অনেক ব্যবহারকারী আছেন যারা ফাইল শেয়ারিং সাইট থেকে কিছু ইনকামের ইচ্ছা প্রকাশ করে থাকেন।
আজ আমি তাদেরকে (আপনাদেরকে) নতুন একটি ফাইল শেয়ারিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এর নাম Migahost. খুব কম সংখ্যক বোধহয় এই সাইটকে চেনেন বা এতদিন আমলে নেন নি।
 অন্য যে কোন ফাইল শেয়ারিং সাইট থেকে এর বেশ কিছু সুবিধা রয়েছে যা অন্য কোন সাইটে নাই। যেমন-
১.         অন্য সাইটের চেয়ে বেশী রেট বা অর্থ পাওয়া যায়।
২.         মিনিমাম পেআউট মাত্র ১০ ডলার হলেই পেপাল বা এলার্টপের মাধ্যমে উত্তলোন করতে পারবেন।
৩.        যেহেতু এখন আমাদের দেশে এলার্টপে চালু হয়ে গিয়েছে তাই এই সাইট ব্যবহার করতে কোন অসুবিধার থাকার কথা নই।
৪.         পেআউট করতে ৭ দিন সময় নেওয়া হয়। কিন্ত অনেক ক্ষেত্রে তার আগেই পাওয়া যায়।
৫.         ভিজিটররা সহজেই ফাইল ডাউনলোড করতে পারেন।
৬.      ১০০% ফ্রি ডাউনলোড করা যায়।

৭.    প্রাথমিক ফ্রি সদস্য হিসাবে ১০ গিগাবাইটের স্পেস পাবেন। পরবর্তীতে কিছু ডলারের বিনিময়ে প্রিমিয়াম মেম্বার হিসাবে আপগ্রেড করে নিতে পরবেন।
৭.         সবচাইতে আকর্ষনীয় আরেকটি সুবিধাটি হলো – কোন ডাউনলোড সম্পূর্ন না হলেও আপনি টাকা পাবেন। অর্থাৎ ভিজিটর যদি ডাউনলোড শুরু করে কোন কারনে বন্ধও করে দেয় তবুও আপনি টাকা পাবেন।
৮।   অন্য ফাইল শেয়ারিং সাইটে অআপনার ফাইল ডাউনলোডের ক্ষেত্রে বন্ধুদেরকে প্রতিটি ডাউনলোডের লিংক প্রেরন করতে হয়। তাছাড়া এই সকল সাইটে অন্য কেউ বুঝতে পারে না এখানে আপনি নতুন ভাবে কোন ডাউনলিংক দিয়েছেন কিনা কিংবা আপডেটেড করেছেন কিনা ইত্যাদি।
কিন্তু Migahost এর নিয়মটা একটু আলাদা। এখানে প্রতিটি ডাউনলোড লিংক শেয়ারের পাশাপাশি আপনার বন্ধুরা যদি Migahost সাইটের একাউন্টের ইউজার নেম বা লিংক যদি পূর্ব থেকেই জানেন তাহলে তারা নিজেরাই আপনার একাউন্টের নাইটের প্রবেশ করে বুঝতে পারবে এখানে কি কি ডাউনলোড ফাইল সামিয়েছেন।তাপর প্রয়োজনুসারে যে কেউ আপনার Migahost একাউন্ট থেকে খেয়াল থুশী মত ফাইল ডাউনলোড করতে পারবেন।
এখানে এই কাজের প্রোজেক্ট পরীক্ষা করতে আমার Migahost এর লিংকে এখানে ক্লিক করুন -
 অবশ্য এই লিংকটি আমার পূর্বে লিখিত কিছু পোষ্টের মধ্য ডাউনলোডের অপশন হিসাবে দিয়েছিলাম।
৯। এখানে আপনার ফাইলকে খেয়ালখুশী মত সাজাতে পারবেন।এখানের একটি বড় সুবিধা হল- প্রতিটি ডাউনলোড ফাইলে বর্ণনা হিসাবে কিছু বিবরন দিতে সেটা বাংলা ও ইংরাজী উভয়টাতেই। ফলে দেশ/বিদেশের যে কোন ব্যবহারকারী সহাজেই অআপনার ফাইল সম্পর্কে জানতে পারবে এটা কোন কাজের ও কোন সংস্করনের ইত্যাদি।
১০। প্রতি ১০০০ ভিজিটরে ৪ ডলার করে পাবেন। তবে এটি বিভিন্ন দেশের ডাউনলোডের ক্ষেত্রে রেট বিভিন্ন রকম যেমন-

(country group এ দেখা যাচ্ছে আপনার আপলোড করা ফাইল যদি আমেরিকা, কানাডা এবং যুক্তরাজ্য থেকে ডাউনলোড করা হয় তাহলে রেট এক রকম এবং পৃথিবীর অন্য সকল দেশ থেকে ডাউনলোড করা হলে তার রেট আরেক রকম)
১১। এখানে ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই ফাইলের সাইজ কিন্তু সর্বনিম্ন ৩ মেগাবাইটের হতে হবে। এর কম হলে কোন অর্থ পাবেন না।এর থেকে বেশী মাপের হলে বেশী অর্থ পাবেন যা উপরের স্কীন শটের চিত্রে উল্লেখ রয়েছে।
১২। এখানে ব্লগ/ফেসবুক বা অন্য কোন সাইটে আপনার বন্ধুরদেকে বা পরিচিতজনদের কে Migahost এর লিংক প্রদান করবেন। ফলে ইনকামের সম্ভাবনা বেশী থাকে।
কাজ শুরু করবার পূর্বে কিছু পরামর্শ-
১। সাইটটির সাথে প্রতারনামূলক কিছু করা যাবে না। তাহলে পেমেন্ট ক্যান্সেল সহ আইডি ব্যান হতে পারে।
২। এখানে কোন পণ্য ছবি, ভিডিও বা অন্য কোন নিষিদ্ধ সাইট/ফাইল ডাউনলোড করা যাবে না।
৩। আপনি যে Alertpay আইডিতে payout করতে চান তা অবশ্যই verified হতে হবে। phone verified হলেও চলবে।
 এবার কাজের পালা-
১। এই সাইটে জয়েন করতে হলে এই লিংকে ক্লিক করুন-
 একটি নিবন্ধন ফর্ম আসবে সেটি পূরন করুন-

২। ভালভাবে পূরন শেষে সাবমিট করার পর আপনার মেইল একাউন্টে একটি ভেরিফিকেশন বার্তা যাবে। মেইলটি চেক করুন।অতপর আপনার পূনরায় Migahost সাইটে এসে ইউজার নেইম ও পাস ওয়ার্ড দ্বারা লগইন করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-

৩। এবার ফাইল ডাউনলোড করতে হলে Browse অপশন থেকে তা দেখিয়ে দিন। অতপর Upload এ- ক্লিক করুন।
৪। Description এ- ১ লাইনের মত কিছু হালকা বর্ননা ইংরাজী দিতে হবে।
ডাউনলোড হবার পর একটি রেফারেল দেখাবে সেটি কপি করে কোথাও সেইভ করুন বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।
৫। তাছাড়া আপনার একাউন্টের রেফারেল লিংক যদি পূর্ব থেকেই পাবলিশ করে থাকেন। তাহলে সেই সূত্র ধরে যে কেউ আপনার সাইটে প্রবেশ কর ফাইলগুলো নামিয়ে নিতে পারবেন।
৬। রেফারেল লিংক কি ভাবে পাবেন? আপনার একাউন্ট সঠিক ভালে তৈরি হলেই মেইল ঠিকানাতে অটোমেটিকভাবে একটি লিংক পেয়ে যাবেন।

৭। পরবর্তীতে একাউন্টে প্রবেশ করে মাই ফাইল মেনুতে প্রবেশ করে আপনার ডাউনলোডকৃত সকল ফাইল গুলো দেখতে পারবেন।

এখানে যে কোন ফাইলের বর্ননা এডিট করে ইংরাজী ও বাংলাতে দিতে পারবেন। যেমন এখানে আমি দিয়েছি-
৮। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভিজিটররা এই সাইট হতে কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন।
ব্যস যাবতীয় কাজ শেষ।আসলে সত্যিকার অর্থে আমি যতোগুলো affiliate ফাইল শেয়ারিং সাইট আছে তার মধ্যে migahost এর রেট সবচাইতে ভালো । আমি যাচাই বাছাই করে দেখেছি আপনিও দেখতে পারেন।
দৃষ্টি আকর্ষণ- যারা মুলত প্রফেশনাল ব্লগার অতিরিক্ত ফাইল ডাউনলোডের কাজ করতে হয় তাদের কাছে এই সাইটটি মানানসই হতে পারে। আমার কিন্তু এখনো  কোন ডলার হয়নি। কেননা এখনো ১০০০ ভিজিটর আমার সাইটে অআনতে পারিনি মাত্র ৫৭৫ জন এসেছেন। এই সাইট যেভাবে পেমেন্ট দিয়ে তার প্রমাণ-

আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি-

No comments:

Post a Comment