এবং এ পর্বে আমরা কিছু এক্সটেনশন এবং টেমপ্লেট ডাউনলোড করব যা আমাদের আগামী পর্বে প্রয়োজন হবে-
এখানে দেওয়া লিংক গুলো থেকে ডাউনলোড করার পর দেখা যাবে যে এগুলো রার ফাইল। ডাউনলোড করার পর এই রার ফাইল গুলোকে এক্সট্রাক্ট করার পর আলাদা আলাদা ফোল্ডারে Extension এবং Template সংরক্ষণ করুন এবং মূল রার ফাইল দুটি ডিলিট করে দিন। (রার ফাইল এক্সট্রাক্ট করার পর অনেকগুলো জীপ ফাইল পাওয়া যাবে এগুলোকে আনজীপ করবেন না এগুলোকেই ফোল্ডারে সংরক্ষণ করুন) আগামী পর্বে (11/02/12. 11:59 pm) টেমপ্লেট সংযোজন, মোডিফাই এবং এক্সটেনশন সংযোজন, ডেভেলপ দেখানোর প্রত্যাশায় এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment