Sunday, 1 April 2012

অনলাইনে আইপি ঠিকানার বিস্তারিত জানার আদর্শ একটি সাইট ✒ A Standered WebSite For Internet Protocol (IP)

A Standered WebSite For Internet Protocol (IP)

পূর্বেই লিখেছিলাম, আমি বড় সিরিজগুলোর মাঝেমাঝে আপনাদেরকে ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে পোষ্ট করবো। তবে এটি আপনাদের সকলের কাজে না’ও লাগতে পারে। তাই এইসব পোষ্টে কোনো সমস্যা জানালে আমি কোনো সমাধান দিব না। তবে মন্তব্য জানানোর পথ খোলা থাকবে। আপনারা স্বাধীনভাবে আপনাদের মত প্রকাশ করতে পারবেন। (অবশ্যই নীতিমালা মেনে) কেননা, আমি স্বাধীন মত প্রকাশের পক্ষে। :) (মজার এবং গুরুত্বপূর্ন কথা বলবার মতো মুচকি হাসি)!

আজকের বিষয়, “কিভাবে ইন্টারনেট থেকে আপনি আপনার আইপি ঠিকানা বের করতে পারবেন

ip

আপনারা অনেকেই আইপি ঠিকানার বিস্তারিত বের করার অনেক উপায়ই জেনে থাকবেন। আজকে আপনাদের সাথে সেরকমই সুবিধা প্রদান করে এমন- একটি ওয়েব সাইটের ঠিকানা শেয়ার করবো।

এটি অন্যান্য সাইটের মতই আপনার প্রদত্ত IP Address এর বিস্তারিত ঠিকানা বের করে দিবে। ISP –এর ঠিকানা, আইএসপি-এর সার্ভিসের সীমানা, সহ IP ব্যাবহারকারীর অবস্থান একেবারে ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন।

আপনি পরীক্ষামূলক একটি আইপি নির্বাচন করুন, এবং সেটি বসিয়ে সার্চ দিন আর দেখুন।

আর আপনি সাইটটিতে প্রবেশ করার সাথে সাথে আপনার আইপি ঠিকানার বিস্তারিত দেখতে পাবেন।

তাই যারা আইপি ঠিকানার বিস্তারিত জানতে চান, তারা এখানে ক্লিক করে সাইটটিতে ঘুরে আসতে পারেন।

No comments:

Post a Comment