Sunday, 1 April 2012

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে-5

প্রথমে আপনি যে কোন ব্রাউজার খুলে এড্রেস বারে লিখুন localhost/pchelpline/administrator এবং enter চাপুন তাহলে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে। এখন ইউজার এর স্থানে admin এবং পাসওয়ার্ড এর স্থানে 123456 লিখে লগিন ক্লিক করুন। তাহলে আপনার কন্ট্রোল প্যানেল ওপেন হবে। উপরের ড্রপডাউন মেনু হতে Extension>install/uninstall ক্লিক করুন যেমন-

এখানে ক্লিক করার পর নিচের মত একটি চিত্র আসবে

এখানে মার্ক করা স্থানে ক্লিক করে আপনার টেমপ্লেট টি ব্রাউজ করে নিবেন এবং শেষে uplpad and install ক্লিক করুন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার টেমপ্লেট ‍টি ইন্সটল হবে। এবং একটি সাকসেস বার্তা আসবে। এখন আপনার কাজ হল ইন্সটলকৃত টেমপ্লেটটি এপ্লাই করা এর জন্য আবার আপনি উপরের ড্রপ ডাউন মেনু হতে Extension>Template manager এ ক্লিক করুন তা হলে আপনি আপনার সব টেমপ্লেট এখানে দেখতে পাবেন।

সেখানথেকে আপনি নতুন ইন্সটলকৃত টেমপ্লেট টির রেডিও বাটনে ক্লিক করে উপরের ডান পাশে Default এ ক্লিক করুন । এখন নতুন একটি ট্যাব খুলে তালে লিখুন localhost/pchelpline এবং এন্টার চাপুন তাহলে দেখতে পাবেন আপনার টেমপ্লেট টি পরিবর্তিত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ।
পিডিএফ এখানে

No comments:

Post a Comment