Sunday, 1 April 2012

ফ্রীলান্সিং করে আয় করতে চান ? এই নিন ফ্রিলান্সিং শিখার একটি টিউটোরিয়াল বাংলা বই এবং খুব সহজে আয় করুন আনলাইনে……

অনেকেই ফ্রিলান্সিং করে আয় করতে চান, ফ্রিলান্সিং করতে হলে আপনাকে ধৈর্য্য ধরে কাজ শিখে নিজেকে এগিয়ে নিতে হবে। অনেকেই আছে কাজ জানেন কিন্তু কিভাবে ফ্রীলান্সিং সাইটগুলোতে কাজের জন্য আবেদন করবেন তা জানেন না বা আপনার আশে পাশের এমন কেউই নেই যাদের থেকে আপনি  সাহায্য সহায়তা  নিবেন। আবার এমনও আছেন যারা হাজার হাজার টাকা খরচ  করেও  শিখতে পারে নাই আসলেই কিভাবে এই সাইটগুলোতে কাজ করতে হয়। আজকে আমি আপনাদের এমন একটা টিউটোরিয়াল বই দেব যে বইটা পড়ে আপনি অনেক সহজেয় ফ্রিলান্সিং দিয়ে আয় করতে পাড়বেন।
এবার দেখে নিন ই-বইটি তে কি আছে…..
  1. যেভাবে ব্যবহারকারী নিবন্ধন এবং প্রোফাইল সাজাবেন।
  2. যেভাবে ফ্রীলান্সারে প্রোজেক্ট বিড করবেন।
  3. ফ্রীলান্সার এর সবগুলো মেন্যু পরিচিতি।
  4. যেভাবে প্রোজেক্ট জয়লাভ করতে পারবেন।
  5. যেভাবে মানিবুকার্স দিয়ে টাকা উত্তোলন পদ্ধতি।
  6. যেভাবে মানিবুকার্স থেকে ফ্রীলান্সার একাউন্টে ডলার ডিপোজিট/জমা করবেন।
  7. যেভাবে ফ্রীলান্সারে বায়ার হবেন।
  8. যেভবে প্রোভাইডার/ওয়ার্কারকে মাইলস্টোন পেমেন্ট দিবেন এবং তা কাজ শেষে রিলিজ করবেন।
  9. যেভাবে বায়ার এবং প্রোভাইডার/ওয়ার্কারকে ফিডব্যাক/রিভিউ দিবেন।
  10. যেভাবে নিচের কাজের মূল্য এবং চাহিদা ঠিক রেখে বায়ারের কাজ করবেন।
  11. নতুন ফ্রীলান্সারদের সচারচর জিজ্ঞাসা প্রশ্ন এবং তার উত্তর।

1 comment:

  1. আপনার উপার্জিত ডলার নিরাপদ ভাবে বিক্রয় করুন।এবং যারা ডলার ক্রয় করবেন তারা ও নিরাপদ ভাবে ডলার ক্রয় করুন । সাইটে www.onlineservicesbd.com গিয়ে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে আপনার ডলার ক্রয়/বিক্রয় করুন।
    http://onlineservicesbd.com

    ReplyDelete